রাজ্য সরকারের পেনশনভোগীদের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের বিভিন্ন আর্থিক সুবিধা দিতে নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। পারিবারিক পেনশনভোগীরা এর সুবিধা পাবেন। এর আগে অর্থ দপ্তর এব্যাপারে নির্দেশিকা জারি করেছিল। কিন্তু তাতে কিছু তথ্য ঠিকমতো ছিল না। তাই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হল বলে অর্থ দপ্তর জানিয়েছে। আগে একই ধরনের প্রোফর্মার ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়েছিল নশনভোগীদের। তাতে কিছু বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় এখন তিন ধরনের প্রোফর্মা সম্বলিত ফর্ম আনা হচ্ছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হচ্ছে ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে। ওই সময় থেকে অবসর নেওয়া সরকারি কর্মীরা কমিশনের সুপারিশ করা সুবিধাগুলি পাবেন। ইতিমধ্যে অবসর নেওয়ার সময় কর্মীদের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে হারে বেতন নির্ধারিত হবে, তার ভিত্তিতে নতুন পেনশন চূড়ান্ত হবে। তাছাড়া এবার গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। ২০১৬ সালের জানুয়ারি থেকে অবসর নেওয়া সরকারি কর্মীরা গ্র্যাচুইটি বাবদ এককালীন টাকা পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী বা স্বামী গ্র্যাচুইটি বাবদ অতিরিক্ত অর্থ পাবেন। পেনশন নতুন করে কমিউট বা বিক্রি করার সুবিধাও পাবেন এই ধরনের পেনশনভোগীরা।