কলকাতাঃ নবান্নে ভিডিও কনফারেন্সের পর ভবানীপুরে রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কথা বললেন রেশন দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অন্যান্য আধিকারিকরা। ঠিকমতো সামগ্রী পাচ্ছে কিনা, নির্দিষ্ট দূরত্ব মেনে দেওয়া হচ্ছে কিনা, সবকিছু খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিজেহাতে করে নিয়ে আসেন সবুজ রঙের মাস্ক। যাদের মুখে মাস্ক ছিল না, তাঁদের মুখ্যমন্ত্রী নিজে হাতে বিলি করেন।কীভাবে মাস্ক ব্যবহার করতে হবে, তাও বুঝিয়ে দেন। এদিন মুখ্যমন্ত্রী রেশন দোকানে নির্দেশ দেন, পাঁচ কিলো করে চাল দিতে যদি ব্যাগে অসুবিধা হয়, তাহলে আলাদা-আলাদা প্যাকেট তৈরি করার। মুখ্যমন্ত্রী অবশ্য এর আগে নবান্নেই প্রস্তাব দেন, স্বনির্ভর গোষ্ঠী ও একশো দিনের কর্মসংস্থান প্রকল্পে কর্মীদের দিয়ে রেশনের পাঁচ কিলো প্যাকেট তৈরি করে সরাসরি রেশন দোকানে বিলি করা যেতে পারে।