কলকাতা

‘রেশন-ব্যবস্থায় রাজনৈতিক দখল একটি অপরাধ’, টুইটারে ক্ষোভ প্রকাশ ধনকড়ের

আগে লকডাউনে রাজ্য় পুলিশের ব্য়র্থতা তুলে একপ্রস্থ বলার পর এবার রেশন ব্যবস্থার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার ট্যুইট করে রেশনিং ব্যবস্থার দুর্নীতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন ‘করোনা ভাইরাস-কে মোকাবিলা করতে মাঠে নামতে হবে। মিডিয়ার মাধ্যমে তা করা যাবে না। এখানে কোনও রাজনীতি না করাই বাঞ্ছনীয়। রেশনিং ব্যবস্থার দুর্নীতি নিয়ে চিন্তিত আছি। এই দুর্নীতি ক্রমশই বড় হয়ে যাচ্ছে। রেশনিং ব্যবস্থাকে কোনও রাজনৈতিক দলের দখল করা একটা অপরাধ। গরিবদের জন্য রেশন ব্যবস্থা ফ্রি করা হয়েছে। রেশন ব্যবস্থা নিয়ে কালোবাজারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়…

https://twitter.com/jdhankhar1/status/1251337615481036801