কলকাতা

এবার রোজভ্যালি কাণ্ডে দময়ন্তী সেনকে তলব সিবিআইয়ের

কলকাতাঃ এবার রোজভ্যালি কাণ্ডে সিবিআইয়ের নজরে দময়ন্তী সেন। তৎকালীন গোয়েন্দা প্রধানের সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল সিবিআই। সেসময় দময়ন্তী সেন রোজভ্যালি সংক্রান্ত অভিযোগের তদন্ত করে পাওয়া তথ্যের ভিত্তিতে সেবিকে রিপোর্ট জমা দিয়েছিলেন। সে কারণে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তালিকায় প্রথমের দিকেই নাম তাঁর নাম রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন দময়ন্তী সেন। সেসময় রোজভ্যালি সংস্থা সম্পর্কে বেশ কিছু অভিযোগ তাঁর কাছে জমা পড়ে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেসব অভিযোগের তদন্ত করেন তিনি। এরপর নিজেই আর্থিক প্রতারণা নিয়ন্ত্রক সংস্থা সেবিকে তার রিপোর্ট জানিয়ে চিঠি লেখেন। তাঁর চিঠিকে গুরুত্ব দিয়েই রোজভ্যালি বেআইনিভাবে বাজার থেকে টাকা সংগ্রহ করছে, তা বুঝতে পেরে সংস্থাটির উপর নিষেধাজ্ঞা জারি করে সেবি। সূত্রের খবর, সেসময় দময়ন্তী সেনের তদন্ত রিপোর্ট বিস্তারিত জানতে চেয়েই তাঁকে ডেকে পাঠাচ্ছে সিবিআই।