দেশ

লকডাউনের জেরে খাবার নেই ঘরে, ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিল মা!

banganews.net

উত্তরপ্রদেশঃ করোনা ভাইরাসের জেড়ে দেশজুড়ে লকডাউন চলছে। মানুষ ঘরবন্দি। নেই কাজও। আর তার জেরে সবচেয়ে সমস্যায় দরিদ্ররা। দিন আনা দিন খাওয়া লোকজন। তবে এই সমস্যা কতটা চরমে পৌঁছেছে তা আজকের ঘটনা প্রমাণ দিল। লকডাউনে কারণে ঘরে খাবার নেই তাই ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। খবর পেয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করেছ। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, খবর পাওয়া মাত্রই পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থানে যান। শিশুদের উদ্ধার করার জন্য ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়ছে, মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে। জানা যাচ্ছে, মহিলা জানিয়েছেন যে লকডাউনের কারণে তিনি এবং তাঁর সন্তানরা খাবার পাচ্ছেন না এবং কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দৈনিক মজুর। এক পুলিশ আধিকারিক বলেন, আমরা আগে ৫ শিশুকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা পরে অন্যান্য তদন্ত করব।”