কলকাতা

লক্ষ্মীপুজোর পর থেকেই শীতের আমেজ

কলকাতাঃ ঘূর্ণাবর্ত বিদায় নিয়েছে। সেই সঙ্গেই রাজ্য ছাড়ছে মৌসুমী বায়ুও। সুতরাং সাম্প্রতিককালে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের দাবি, কয়েকদিনের মধ্যেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। পরিবর্তন আসতে চলেছে রাজ্যের তাপমাত্রায়। মৌসুমী বায়ু সরে যাওয়ার পর কমবে তাপমাত্রা। ধীরে ধীরে রাজ্যে ঢুকতে শুরু করবে শীত। ইতিমধ্যেই ভোরের দিকে কুয়াশা পড়তে শুরু হয়ে গিয়েছে। শীত যে আসছে তার আগাম আভাস মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ইতিমধ্যেই সরে গিয়েছে। নতুন করে কোনও ঘুর্ণাবর্তও তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে ধীরে ধীরে তাপামাত্রাও কমতে শুরু করবে অচিরেই। তবে মৌসুমী বায়ুর বিদায়বেলায় রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়ে হাওয়া অফিস। আগামী দু’-তিন দিনের মধ্যেই এ রাজ্য থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটবে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্ষা এখনও কিষানগঞ্জ, বাঁকুড়া এবং জামশেদপুরের উপর রয়েছে। নিয়ম অনুযায়ী ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে বর্ষার বিদায় নেয় রাজ্য থেকে। কিন্তু এই বছর তা পিছিয়ে ১২ তারিখ হয়ে গিয়েছে। এখনও সম্পূর্ণভাবে বর্ষা বিদায় নেয়নি। হাওয়া অফিস বলছে, আরও দু’একদিন সময় লাগবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যেই পাকাপাকিভাবে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটবে। আর তারপরই রাজ্যে ঢুকবে শীতের আমেজ।