দেশ

শুভ্রাংশু সহ ৩ বিধায়ক ও ৫০জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে

নয়াদিল্লিঃ দলবদল অবশ্যম্ভাবী ছিলই। লোকসভা ভোটের ফল বেরোনোর পরেই দলবিরোধী মন্তব্য করায় বিধায়ক শুভ্রাংশু রায়কে ছ’‌বছরের জন্য সাসপেন্ড করেছিল তৃণমূল কংগ্রেস। শুভ্রাংশু এক পা বাড়িয়েই ছিলেন দল ছাড়ার জন্য। অবশেষে মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন বীজপুরের বিধায়ক। তাঁর পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন আরও দুই বিধায়ক।যাঁদের মধ্যে একজন বাম শিবির থেকে যোগ দিলেন বিজেপিতে। দল বদলুদের তালিকায় রয়েছেন হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। এছাড়াও লাইন দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, কাঁচড়াপাড়া  পুরসভার ১৭ জন কাউন্সিলর। নৈহাটি পুরসভার ২৯ জন কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। হালিশহরের ১৭ কাউন্সিলরও এদিন যোগ দেন বিজেপিতে। ভাটপাড়ার ২৩ কাউন্সিলরও রয়েছে বিজেপির হাতে। দিল্লিতে সদর দপ্তরে বসে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, ‘‌নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিশহর ও ভাটপাড়া পুরসভা ইতিমধ্যেই বিজেপির দখলে চলে এসেছে।’‌ এছাড়া খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতিও যোগ দিলেন বিজেপিতে।