কলকাতা

শুরু হল ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা হয়ে গেল সল্টলেকের সেন্ট্রাল পার্কে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবারের বইমেলার থিম কান্ট্রি রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত কুদাশেভ নিকোলায়া রাস্তোভিচ। এছাড়াও মঞ্চে ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, মহানাগরিক ফিরহাদ হাকিম, কৃষ্ণা চক্রবর্তী, সুব্রত মুখার্জি, দোলা সেন, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে কলকাতা বইমেলা উপলক্ষে বিশেষ বাসের যেমন ব্যবস্থা করা হয়, তেমনটা তো আছেই। এ ছাড়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা গত বছরের মতই এ বছরও বইমেলার প্যাকেজ ট্যুরের বন্দোবস্তও করেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি জেলার বিভিন্ন জায়গা ছাড়াও আসানসোল ও দুর্গাপুর থেকে বাস ছেড়ে বইমেলা আসবে। প্যাকেজ ট্যুরে বইমেলা যাত্রীদের লাঞ্চ ও পানীয় জল দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে। গত বছর বইমেলার জন্য শহরে ৩৫০ বাসের বন্দোবস্ত করা হয়েছিল। এবার মোট ৪০০টি বাস চলবে বলে জানানো হয়েছে।