বাঁকুড়া: লকডাউনের স্তব্ধ জনজীবনের মধ্যেই মঙ্গলবার রাতে আগুন লেগেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে বলে খবর। মঙ্গলবার পাহাড় ও সংলগ্ন জঙ্গলে আগুন জ্বলছে ও ধোঁয়া বার হতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বনবিভাগের কর্মীরাও জঙ্গলের ভিতর আগুন নেভানোর কাজ করেন। তাঁদের যৌথ প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনও কিছু জায়গায় আগুন জ্বলছে। তবে কী করে আগুন লাগল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। কী করে আগুন লাগল তা, তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই পাহাড়ের জঙ্গলে আগুন দেখতে পাওয়া যাচ্ছিল। মঙ্গলরাতে সেই আগুন বড় আকার নেয়। পাহাড়ের বড় অংশে ছড়িয়ে পড়ে। গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নীচে। তাঁদের অনুমান, পাহাড়ের শুকনো পাতায় আগুন লেগে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িতে, এবিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি এখনও।