সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআইসি-র বিরোধিতায় আজ দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে নেমেছে বামপন্থীরা। দিল্লিতে ‘হম ভারত কে লোগ’ ব্যানার হাতে লাল কেল্লা থেকে শহিদ ভগত্ সিং পার্ক পর্যন্ত মিছিল করে বামেরা। কিন্তু লালকেল্লা লাগোয়া অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকায় মিছিলে বাধা দেয় পুলিস। বাধা পেয়ে পুলিসের সঙ্গে বচসা তারপর ধ্বস্তাধ্বস্তি বাঁধে। বেশ কয়েকজন বাম নেতাকর্মীকে আটক করা হয়েছে। দিল্লি পুলিসের পিআরও এমএস রনধাওয়া বলেন, লাল কেল্লায় ১৪৪ ধারা লঙ্ঘন করে বিক্ষোভ দেখানোর জন্যই আটক হয়েছেন আন্দোলনকারীরা। মানুষকে পুলিসের সঙ্গে সহযোগিতা করতে আবেদন করেন তিনি। তারপর বেলা ১২টায় মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল বামেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, ডি রাজা, তাঁর স্ত্রী অ্যানি রাজা, লোকসভা ভোটে বসিরহাটের সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত সহ বিশিষ্ট বাম নেতানেত্রীরা। কিন্তু অনুমতি না থাকায় মিছিল আটকায় পুলিস। দিল্লি পুলিসের সঙ্গেই সিআরপিএফ, র্যাফ মোতায়েন করা হয়। মিছিল শুরুর আগেই সীতারাম ইয়েচুরি, ডি রাজা সহ বহু বাম নেতাদের আটক করে বাস তুলে থানায় নিয়ে যায় দিল্লি পুলিস।