করোনা মোকাবিলায় লকডাউনের জেরে নাগরিকদের সুবিধা দিতে পুরকর জমার মেয়াদ এক ধাক্কায় তিনমাস বাড়িয়ে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজ পুরভবনে এসে মেয়র জানিয়ে দিলেন, “যাঁরা ৩১ মার্চ অর্থাৎ প্রথম ত্রৈমাসিকের সম্পত্তি কর পুরসভায় জমা দিতে পারলেন না তাঁরা কোনওরকম সুদ ও জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত দিতে পারবেন। এছাড়া যাঁরা সুদ ও জরিমানা ছাড়াই পুরকর ছাড়ের জন্য পুরসভার কাছে আবেদন করেছিলেন, তাঁরাও ৩০ জুন পর্যন্ত টাকা জমার সুবিধা পাবেন।” এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য যেমন ১০ শতাংশ সম্পত্তি করে ছাড় পান তা চালু রয়েছে বলেও মেয়র জানিয়েছেন। পাঁচদিন আগেই এক প্রবীণ নাগরিকের বাড়িতে অফিসার পাঠিয়ে সম্পত্তি কর ছাড়ের সুবিধার ব্যবস্থা করেছেন ফিরহাদ হাকিম ।