জেলা

সিএবি ও এনআরসি-র প্রতিবাদে উলুবেড়িয়ায় ট্রেন ও জাতীয় সড়ক অবরোধ

সিএবি ও এনআরসি-র প্রতিবাদে আজ সকাল থেকেই জায়গায় জায়গায় প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ ৷ দুপুর ৩টে ৩০মিনিট নাগাদ শুরু হয় উলুবেড়িয়া স্টেশনে রেল অবরোধ ৷ অবরোধের জেরে বন্ধ হাওড়া-খড়গপুর লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আক্রান্ত আপ করমণ্ডল এক্সপ্রেসের চালক৷ বিভিন্ন স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। এছাড়াও ১১টি ইএমইউ লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে ৷ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, “রেল রাজ্য প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে লাইন আটকে বিক্ষোভ চলছে । আটকে রয়েছেন কয়েক হাজার যাত্রী। দূরপাল্লার একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।” অন্যদিকে ৬ নম্বর জাতীয় সড়কের বাগনান, উলুবেড়িয়া, জগদীশপুর, ধূলাশিমলা সহ বেশ কিছু এলাকায় অবরোধ চলছে । নাগরিকত্ব আইন বিরোধী প্ল্যাকার্ড, জাতীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ ৷ জাতীয় সড়কে টায়ার জ্বালানো হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল জালিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ছবিঃ জ্যোর্তিময় দত্ত।