কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। আজ চিটফান্ড সংক্রান্ত মামলায় নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই রাজীব কুমারের অন্তবর্তী জামিনের বিরোধিতা করে আবেদন জানিয়েছিল শীর্ষ আদালতে। তার ভিত্তিতেই এদিন রাজী কুমারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই নোটিশ দেওয়ার পাশাপাশি, আদালত এও জানতে চেয়েছে যে কেন তাঁকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআই। এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে আসে সিবিআই। তারা আদালতে প্রশ্ন তোলে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্তে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কাঠগড়ায় তুলে সিবিআইয়ের প্রশ্ন ছিল, রাজীব কুমারের জিজ্ঞাসাবাদে বারবার কেন বাধা দিচ্ছে রাজ্য। এর আগে কলকাতা হাইকোর্টও জানায় যে, সবদিক খতিয়ে দেখে মনে করা হচ্ছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয় হাইকোর্টে। কিছুদি আগেই নিখোঁজ ছিলেন রাজীব কুমার। গ্রেফতারি এড়াতে রাজীব আগাম জামিনের জন্য আবেদন করেছিন কলকাতা হাইকোর্টে।