জেলা

হলদিয়া বন্দরে নিয়োগ চুক্তি না করার অভিযোগে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের

হলদিয়া: কর্তৃপক্ষের বিরুদ্ধে সময় মতো নিয়োগ চুক্তি না করার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতির ডাক দিয়েছে হলদিয়া বন্দরের ঠিকা শ্রমিকরা৷ বিক্ষোভে সামিল হয়েছে ৮৩০জন ঠিকা শ্রমিক৷বিক্ষোভরত শ্রমিকরা বন্দরের প্রশাসনিক কাজ, হাসপাতাল, সিকিউরিটির কাজের সঙ্গে যুক্ত আছেন৷ শ্রমিকরা হাতে আইএনটিটিইউসিড পতাকা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন৷ ফলে অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দরে সিআইএসএফ নামানো হয়েছে৷পুলিশ টহল দিচ্ছে বন্দর আবাসনে৷ সংগঠনের নেতা শ্যামল আদক বলেন, সাড়ে সাত মাস আগে বন্দরের ঠিকাদারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে৷ তারপর বন্দর চুক্তি না করায় শ্রমিকরা গেট পাশ ছাড়া কাজে যেতে পারছেন না৷ বন্দরকে একাধিক বার জানিয়ে লাভ হয়নি৷ তারা অযথা গাফিলতি করছে৷ বন্দর এই অভিযোগ অস্বীকার করছে৷প্রসঙ্গত, চলতি বছরে মার্চ মাসে নতুন কোনও ঠিকা চুক্তি নয়৷ বন্দর কর্তৃপক্ষের অধীনে কাজ করার দাবি জানিয়ে সরব হয়েছিল হলদিয়া বন্দরে কর্মরত কয়েকশো শ্রমিক৷ হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা৷বন্দর প্রশাসন সূত্রের খবর, এদিন দীর্ঘক্ষণ আধিকারিক-সহ অন্য কর্মচারীরা টাওয়ারের ভিতরে আটকে রখেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হন বন্দর কর্তৃপক্ষ।