দেশ

৫০-৫০ ফর্মুলার কথা অস্বীকার বিজেপির, বিকল্পের হুমকি শিবসেনার

মহারাষ্ট্রে সরকার গঠনে দ্বন্দ্ব ক্রমশ ঘোরাল হচ্ছে। আজ সকালে শিবসেনার রাজ্যসভার সাংসদ তথা দলীয় শীর্ষ নেতা সঞ্জয় রাউত হরিয়ানার সরকার গঠনে দুষ্মন্ত সিং-এর জেজেপির সঙ্গে বিজেপির সমঝোতাকে কটাক্ষ করে বলেছেন, ‘‌আমাদের কোনও দুষ্মন্ত সিং নেই যাঁর বাবা জেলে। আমরা এখানে ধর্ম আর সত্যের রাজনীতি করি। মহারাষ্ট্রের রাজনীতি অনেক জটিল।’‌ এরপরই বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘উদ্ধব ঠাকরেজির কাছে অনেক বিকল্প আছে। কিন্তু আমরা বিকল্প পথে যাওয়ার অপরাধ করতে চাইছি না। শিবসেনা সবসময় সত্যের রাজনীতি করেছে এবং আমরা কখনওই ক্ষমতালোভী নয়। কেউ যদি আমাদের ক্ষমতা থেকে দূরে রাখতে চায় সেটা আমাদের পক্ষে সম্মানের। খুব শিগগিরি সিদ্ধান্ত হবে। এখন আমরা দেখতে চাইছি লোকে কতটা নিচে নামতে পারে। আমরা শুধুই লোকসভা ভোটের আগে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী যাতে কর্মসূচি এগোয় সেটা চাইছি। আমরা গণতন্ত্রকে খুন হতে দেখতে পারি না বা কাউকে নীতিশিক্ষা দিতে পারি না। এধরনের রাজনীতি কোনওদিন করেনি শিবসেনা।’‌
এরপরই দুপুরের দিকে দেবেন্দ্র ফড়নবিস সরকার আড়াই বছরে ভাগ করার শিবসেনার দাবিকে উড়িয়ে দিয়ে সাফ বলে দিয়েছেন, ‘‌মুখ্যমন্ত্রীর পদ ভাগ করার কোনও ফর্মুলা নেই। আমরা কখনও এধরনের কোনও ফর্মুলা দিইনি কাউকে।’‌ তিনি এও বলেছেন, তাঁদের কাছে এখন ১০ জন নির্দল বিধায়কের সমর্থন আছে। আরও পাঁচজন নির্দল তাঁদেরকেই সমর্থন করবেন বলে তাঁরা আশা করছেন। তবে শিবসেনা যে কখনও বিজেপির কাছ থেকে কিছু চায়নি সেকথাও উল্লেখ করতে ভোলেননি ফড়নবিস। প্রসঙ্গত, গত সপ্তাহে ভোটের ফলপ্রকাশের পরই শিবসেনা দাবি করে, লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী পাঁচ বছরের সরকারকে আধাআধি ভাগ করতে হবে। যাতে দুটি দল থেকেই আড়াই বছর করে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।