দেশ

অযোধ্যা মামলা নিয়ে বিবাদে জড়ালেন দু’পক্ষের আইনজীবী

জমির মানচিত্র ছিঁড়ে ফেললেন মুসলিম পক্ষের আইনজীবী, রায় ঘোষণা ২৩ দিন বাদে

নয়াদিল্লি: অযোধ্যা মামলার শুনানির শেষ দিনে চরম নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল শীর্ষ আদালত। মুসলিম পিটিশনের আইনজীবী রাজীব ধবন বিচারকের সামনে রামের জন্মস্থানের মানচিত্র পেশ করেন। এরপরেই ঘটে বিপত্তি।সর্বভারতীয় হিন্দু মহাসভার আইনজীবী বিকাশ সিংহ অযোধ্যার ওই বিতর্কিত জমির প্রমাণটিকে আদালতে ছিঁড়ে ফেলেন। তারপরেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, ঢের হয়েছে। তারপরেই বিকেল চারটে নাগাদ আদালত জানিয়ে দেয়, ২৩ দিন পর এই মামলার রায় দেওয়া হবে। প্রাক্তন আই পি এস অফিসার কিশোর কুনালের লেখা ওই বইটিতে বিতর্কিত জমিতির মালিকানা সম্বন্ধীয় তথ্য ছিল বলে দাবি করা হয়। ঘটনার পরেই বিচারপতি রঞ্জন গগোই ক্ষোভ প্রকাশ করেন।তিনি বলেন, ‘‘আইনজীবী শুধুমাত্র বিচারপতিকে অপমানই নয়, আদালতের নিয়মভঙ্গ করেছেন। প্রমাণটিকে আপনারা পরেও ছিঁড়তে পারতেন৷ এরকম চলতে থাকলে তিনি বিচারসভা পরিত্যাগ করতে বাধ্য হবেন।’’ ঘটনার পরেই ধবনের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনা ভাইরাল হয়ে যায়৷ এরপর ধবন জানান, তিনি কাগজটিকে ফেলে দিতে চান। যদিও জাস্টিস এস এ নাজির বলেছেন, ‘‘এরকম কোনও ঘটনা তিনি দেখেননি।’’সম্প্রতি দশেরার ছুটির পর গত সোমবার থেকে ফের শুরু হয়েছে রামমন্দির-বাবরি মসজিদ মামলার শুনানি। প্রায় এক মাস দশদিন পর আজ বুধবারই শেষ হচ্ছে রামজন্মভূমি-বাবরি মজজিদ মামলার শুনানি। মঙ্গলবার একথা জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।