কলকাতা

অসহিষ্ণুতা নিয়ে সরব ধনকর

কলকাতাঃ ফের সরব ধনকর। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলার জন্য সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিতে গিয়ে ধনকর জানান, রাজ্য এই মুহূর্তে একটা ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। যার হাত থেকে রেহাই নেই সংবাদমাধ্যমেরও। পাশাপাশি টুইটেও সরব হয়েছেন রাজ্যপাল। টুইটে তিনি লিখেছেন, ‘অসহিষ্ণুতা গণতন্ত্রের পক্ষে ধ্বংসাত্মক।’যাদবপুরে রাজ্যপালের ছুটে যাওয়া এবং কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধারের পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে যায় রাজভবন। সম্প্রতি দুর্গাপুজো কার্নিভাল নিয়েও বিষোদগার করেন রাজ্যপাল। বিভিন্ন বিষয়ে রাজ্যপালের সরকার বিরোধী বক্তব্য অভশ্যই ভালো চোখে নেয়নি রাজ্যের শাসকদল। তারপরও অবশ্য সংঘাতের আবহ জিইয়ে রাখলেন ধনকর। এবার সোশাল মিডিয়ায় অসহিষ্ণুতা এবং গণতন্ত্র নিয়ে মুখ খুলেছেন তিনি। যদিও রাজ্য সরকার বা কোনও মন্ত্রীর নামোল্লেখ করেননি জগদীপ ধনকর। তবে পরোক্ষে যে তাঁর নিশানা নবান্নের দিকেই তা স্পষ্ট হয়েছে।কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জামিনের পরই টুটারে ধনকর লিখেছেন, ‘দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশএর অধিকার দিয়েছে সংবিধান। অসহিষ্ণুতা গণতন্ত্রকে ধ্বংস করে। অসহিষ্ণুতা বেদনাদায়ক ও উদ্বেগজনক। তবে দ্বিমত পোষণ করার জন্য শালীনতা রক্ষা করা উচিত। শেখা উচিত।’