জেলা

আগামী ১৩ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন পর পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর আসছেন। ১৩ ফেব্রুয়ারি দুর্গাপুরের সৃজনী হলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসন ও কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত কুলটি জল প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে করাতে চাইছে আসানসোল পুর কর্তৃপক্ষ। পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ সদস্য পূর্ণশশী রায় বলেন, এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ছিল। আমরা তাঁর হাত দিয়েই এই প্রকল্পের উদ্বোধন করানোর চেষ্টা করছি। পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, ১৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা শুনেছি। আমরা চাইব, তিনি যেন জল প্রকল্পের সূচনা করেন।