কলকাতা

আজ থেকে বাড়বে তাপমাত্রা

ফের কমতে চলেছে শীতের অনুভূতি। আজ বুধবার থেকেই ধাপে ধাপে বাড়বে রাতের তাপমাত্রা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশের জন্যই তা সম্ভব হবে, জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, মূলত শুক্রবার থেকেই বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রামে। তাপমাত্রা বেড়ে শীতের আমেজ অনেকটাই কমেছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে। শনিবার পর্যন্ত রাতের তাপমাত্রা আর কমবে না । বৃষ্টি হলে কমতে পারে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার বয়ে আনা শুষ্ক ও শীতল হাওয়া অন্যদিকে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয়বাষ্প পূর্ণ গরম হওয়ার সংঘাতে বৃষ্টি।