নয়াদিল্লিঃ লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স হবে। ওই বৈঠকে রাজ্যগুলির সঙ্গে কথা বলার পর স্বাস্থ্যমন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ, খাদ্য বিপণন মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে, লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে কি না এবং সময়সীমা বাড়ানো হলে হলে কতদিন করা হবে। ওড়িশা গতকালই সিদ্ধান্ত নিয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। শুক্রবার পাঞ্জাবও ঘোষণা করেছে, তাদের রাজ্যে লকডাউন থাকবে ১ মে পর্যন্ত। সেইমতোই গোটা দেশে এপ্রিলের শেষ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়বে কি না, নাকি শর্তসাপেক্ষ চালু থাকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আজ বেলা ১১টার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেই জানতে চাইবেন তাঁদের অভিমত এবং সুপারিশ। তারপর পর্যালোচনা করে রবিবার সম্ভবত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কেন্দ্র মুখে কিছু না বললেও পূর্ণ লকডাউনের বিকল্প হিসেবে এলাকাভিত্তিক লকডাউনের কথাও ভাবা হচ্ছে। অর্থাৎ যে জেলা অথবা এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ শূন্য, সেগুলিকেও লকডাউন করে রাখার দরকার আছে কি না, এই নিয়েও রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে মতামত চাইবে কেন্দ্র। প্রতিটি রাজ্যই একটি করে বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠন করেছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় গঠন করেছেন তিনটি। ওই সব টাস্ক ফোর্সের সুপারিশ আজ মুখ্যমন্ত্রীরা জানাবেন প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, আজই কেন্দ্র জানিয়েছে, সামাজিক সংক্রমণ ভারতে হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই একই কথা জানিয়েছে। সুতরাং অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।