দেশ বিদেশ

আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীরও

বৃহস্পতিবার বিকেলে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মাত্রা ছিল ৫.৮। উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তের কাছে। ভূপৃষ্ট থেকে প্রায় ২০৯ কিমি গভীরে। এদিন বিকেল ৪টে ১৯ মিনিট নাগাদ কম্পণ অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরই আতঙ্কিত মানুষজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় খোলা জায়গায় এসে দাঁড়ান। এই ভূমিকম্পের ফলে কেঁপে ওঠে কাশ্মীরের একাংশও। তবে কোথাও থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, আজ সাতসকালে কেঁপে ওঠে নাগাল্যান্ডও। এদিন সকাল ৭টা ২২ মিনিট নাগাদ হঠাৎই কম্পণ অনুভূত হয় নাগাল্যান্ডের কিফিরে। রিখটার স্কেলে তম্পনের মাত্রা ছিল ৩.৮। ভূমিকম্পের জেরে আতঙ্কিত এলাকাবাসীরা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।