জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ রাজ্যে ক্ষমতায় আসার পর ৮ বছরে প্রায় ৩০০টিরও বেশী প্রশাসনিক বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকেই মুখ্যমন্ত্রী মানুষকে সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেবার কথা বলেছেন দফতরের অফিসারদের।এই নির্দেশে বিভিন্ন দফতরে কাজকর্মে গতিও এসেছিল।নভেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রীর সাথে তিন জেলা সফরে গিয়েছিলেন মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। কলকাতা থেকে সরাসরি ভলভো বাসে তাঁরা যান, এবং ফিরে ও আসেন ভলভো বাসে। কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুর দীর্ঘ রাস্তা। এছাড়া মালদা ও মুর্শিদাবাদে গিয়েছিলেন অফিসাররা। লম্বা রাস্তার অনেকটা জুড়ে ভাঙাচোরা। রাস্তার হাল কি তা ভালই বুঝেছেন অফিসাররা। নবান্নে ফিরেই পূর্ত দপ্তরের নির্দেশ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলার সমস্ত রাস্তা সারিয়ে ফেলতে হবে। কোথাও যেন ভাঙাচোরা রাস্তা আর না থাকে। মুখ্যসচিবের নির্দেশ পেয়ে পূর্তসচিব সব জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করে মুখ্যসচিবের নির্দেশ জানিয়ে দেন। দেখা যাচ্ছে বারবার নোটিস দেওয়া সত্ত্বেও রাস্তার হাল একই রকম থাকছে। সংশ্লিষ্ট মহলের ধারনা বারবার নোটিস ইস্যুর অর্থ কি প্রস্তাবিত কাজ বাস্তবে রুপ পাচ্ছে না?