দেশ

আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় কর্নাটক এবং গোয়ায় সতর্কতা

আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘‌কায়ার’‌-এর তাণ্ডবের আশঙ্কায় তটস্থ কর্নাটক এবং গোয়া। পূর্বমধ্য আরব সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘‌কায়ার’‌ পশ্চিম-উত্তরপশ্চিম আরব সাগরের দিকে সরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
‘‌কায়ার’‌-এর দাপটে আগামী ১২ ঘণ্টায় মহারাষ্ট্র, কর্নাটক এবং গোয়ায় এবং আগামী ২৪ ঘণ্টায় গুজরাটে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ প্রবল বর্ষণের পূর্বাভাস আছে। পূর্বমধ্য আরব সাগরের উপর দিয়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে এবং পশ্চিমমধ্য আরব সাগরের উপর দিয়ে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। মত্‍স্যজীবীদের মহারাষ্ট্র-গোয়া-কর্নাটক উপকূলবর্তী সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ‘‌কায়ার’‌-এর কারণে আগামী পাঁচ দিনই কর্নাটক, তামিলনাড়ু, পুডুচেরি, গোয়া, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গনায় তুমুল ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।