নাগরিকত্ব সংশোধনী আইনের ইস্যুতে এখন উত্তাল অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারত। সেটা শান্ত করার কোনও রাস্তা দেখাতে পারেননি তিনি। এই অবস্থায় ১৫ ডিসেম্বর, রবিবার শিলং যাওয়ার কথা ছিল অমিত শাহের। সোমবার যাওয়ার কথা ছিল অরুণাচল প্রদেশে। কিন্তু সেই সফর আপাতত বাতিল করলেন তিনি। জানা গিয়েছে, উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় সেখানে পা রাখতে চাইছেন না তিনি। ফলে বাতিল করা হয়েছে সফর। এমনিতেই অসম জ্বলছে। তার সঙ্গে উত্তাপ ছড়িয়েছে ত্রিপুরাতেও। ঠিক তার পরেই আন্দোলনের ঢেউ উঠল মেঘালয়ে। দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানে সমাধানের কোনও ব্যবস্থা করা হয়নি। উলটে বিল পাশ করিয়ে ছাতি চওড়া করে দেখিয়েছেন তিনি। যার ফল এই রণক্ষেত্র পরিস্থিতি। যেখান থেকে এখন মুখ লুকাতে হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।