উত্তর প্রদেশের মোরাদাবাদে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলাকারী ৫ অভিযুক্তের শরীরে করোনা ভাইরাসের হদিশ। এদিকে এই ঘটনার জেরে ৭৩ পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পুলিশ আধিকারিক অমিত পাঠক বলেছেন ৭৩ জনেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁদেরকে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন পরিস্থিতির মোকাবিলায় নাগফানি থানায় যথেষ্ট পুলিশকর্মী রয়েছেন। গত সপ্তাহের বুধবার নাগফানি এলাকায় একজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায়। ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছেন, তাঁদের খোঁজ করতে এলাকায় যান স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরা। কিন্তু এলাকায় যেতেই তাঁদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।