কলকাতা

‘একজন রাজ্যপাল কেন্দ্রের নাম করে মুখ্যমন্ত্রীকে বারবার হুঁশিয়ারি দিতে পারেন না’, ধনকড়কে তোপ কংগ্রেস সাংসদের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইট তোপ কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি-র। টুইট বার্তায় রাজ্যপালের কর্তব্য বোঝালেন অভিষেক মনু সিংভি। কী করা উচিত, কী উচিত নয় সেই বার্তা দিলেন। মনু সিংভি বলেন, একজন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বারবার হুঁশিয়ারি দিতে পারেন না। তিনি সতর্ক অবশ্যই করতে পারেন। কিন্তু তা করতে হবে চিঠির মাধ্যমে। যে কোনও সমস্যায় তিনি চিঠি লিখতে পারেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু কেন্দ্রের নাম করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়া রাজ্যপালের কাজ নয়। অভিষেক মনু সিংভি আরও বলেম, রাজ্যপাল রাজত্ব করবেন, কিন্তু কখনই শাসন করবেন না। একজন রাজ্যপাল হবেন রাজ্যের প্রকৃত বন্ধু। তার জায়গায় কেন্দ্রের নাম করে রাজ্যের সমালোচনা করেই চলেছেন রাজ্যপাল। রাজ্যপালের যে মুখ খোলা উচিত নয়, সেই সাধারণ নিয়ম মানছেন না তিনি। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রতিদিনই লেগে আছে। প্রতিদিনই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে উভয়ের মধ্যে।