এবার করোনায় মৃত আহমেদাবাদের এক মহিলা, দেশে মৃত্যু সংখ্যা বেড়ে ২১, সুস্থ ৭৯
Posted onAuthorবঙ্গনিউজComments Off on এবার করোনায় মৃত আহমেদাবাদের এক মহিলা, দেশে মৃত্যু সংখ্যা বেড়ে ২১, সুস্থ ৭৯
এবার করোনায় মৃত্যু হল আহমেদাবাদের ৪৬ বছরেরে এক মহিলার। তিনি গত ২৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তিনি হাইপারটেনশন ও ডায়াবেটিক রোগী ছিলেন। ফলে দেশে মৃত্যু সংখ্যা বেড়ে হল ২১। এখনও পর্যন্ত ৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।