জেলা

এবার করোনা ভাইরাস তাড়াতে ‘শিল-নোড়া’ পুজো শ্রীরামপুরে

করোনা মোকাবিলায় গোমুত্র পান, কপালে কাঠ কয়লা দিয়ে টিপের পর এবার শিল-নোড়া পুজো। করোনার হাত থেকে নিস্তার পেতে কুসংস্কারের পাল্লা বেড়েই চলেছে। ঘটনাটি হুগলির শ্রীরামপুরের। গতকাল রাত ৯ টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সকলে যখন প্রদীপ, মোমবাতি জ্বালাতে ব্যস্ত ঠিক তখনই শ্রীরামপুরের চন্দ্রমোহন রায় লেনের একটি বাড়িতে শুরু হল ‘শিল-নোড়া’ পুজো। বাড়িরে তুলসী তলায় শিলের উপর একটি নোড়াকে দাঁড় করিয়ে ভক্তি ভরে শুরু হয় পুজোর্চনা। অল্পক্ষণের মধ্যেই খবর রটে যেতে অনেকেই এসে ভিড় জমান সেখানে।