কলকাতা

এবার যদুবাবুর বাজারে বসল ডিসইনফেকশন টানেল

যদুবাবুর বাজারে বসানো হল ডিসইনফেকশন টানেল টানেল। আজ মেয়র ফিরহাদ হাকিম ও পৌরনিগমের চেয়ারপার্সন মালা রায় ডিসইনফেকশন টানেল গেটের উদ্বোধন করেন। বাজারগুলিতে উপচে পড়া ভিড়ে কোরোনা সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে । বিভিন্ন পদক্ষেপ করা হলেও বাজারগুলিতে ভিড় হচ্ছে। তাই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করতে হবে। টানেলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক স্প্রে হবে। জীবাণুমুক্ত হওয়ার পরই বাজারে ঢোকা যাবে।