দেশ

করোনা পরিস্থিতি মোকাবিলায় আরবিআইয়ের পদক্ষেপ

ক্ষুদ্র শিল্পকে চাঙ্গা করতে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস এই ঘোষণা করেছেন। পরিস্থিতি অনুযায়ী এই প্যাকেজের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলেন তিনি। পাশাপাশি বাজারে নগদের জোগান বাড়ানোর লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। এই উদ্দেশ্যে রিভার্স রেপো রেট কমিয়েছে আরবিআই। কমল ২৫ বেসিস পয়েন্ট। ফলে এই মুহূর্ত থেকে রিভার্স রেপো রেট হল ৩.৭৫। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট। এদিন শক্তিকান্ত দাস বলেন, করোনা মোকাবিলায় আরবিআই পুরো বিষয়টির উপর নজর রাখছে। এই অন্ধকার সময়ে আশার আলো দেখতেই হবে। করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা, অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কুর্নিশও জানান তিনি। বলেন, মানবিকতার স্বার্থে যা যা করা প্রয়োজন তাই করতে হবে। দেশের অর্থনীতি বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, ভারতে সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ ঘোষণা করেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ)। সারা বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে জি ২০ দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবথেকে ভালো। ২০২১-২২ অর্থবর্ষে ভারতে সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ বলেও জানান আরবিআই গভর্নর। বলেন, করোনা মোকাবিলায় ব্যাঙ্কগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে। আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজেরও ঘোষণা তাঁর। ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত।