লকডাউনের মধ্যে আজ মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, এই জীবন-মৃত্যুর লড়াইয়ে আর কোনও বিকল্প ছিল না । জানিয়ে দেন, ২১ দিনের এই লড়াইয়ে জিততে হবে ১৩০ কোটির ভারতকে। লকডাউন নিয়ে হয়তো মনে অনেক ক্ষোভ জমে থাকবে, তবে এই পরিস্থিতিকেও উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি । বললেন , অবসরে বাড়িতে বসে নিজেকে আবিষ্কার করুন । পরিবার, সম্পর্কগুলোকে আরও দৃঢ় করুন । আবেগঘন দূরত্ব কমিয়ে সোশ্যাল ডিসটেন্স বাড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এই বিশেষ রেডিও অনুষ্ঠানে দেশের প্রত্যেকটি নাগরিককে করোনাভাইরাস মোকাবিলায় অংশগ্রহণের আর্জি জানান তিনি।করোনার চিকিৎসায় যাঁরা সেবা করে চলেছেন মানুষকে তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আচার্য চরক বলেছিলেন, পার্থিব বস্তু লাভের মোহ ছেড়ে যারা রোগীর সেবা করেন, তাঁরাই প্রকৃত চিকিৎসক। করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে অবিরাম সেবায় নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত রয়েছেন তাঁদেরকে কুর্নিশ জানাই।’