করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর রামবাণ। তিনি আজ সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে বক্তব্যে জানান আগামী ৫ এপ্রিল রাত ৯ টায় ৯মিনিটের জন্য ঘরের লাইট নিভিয়ে দরজায় দাড়িয়ে দিয়া, মোমবাতি বা টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালে মহাশক্তি প্রকাশ পাবে। তাতেই প্রমাণিত হবে, ভেদাভেদ ভুলে ১৩০ কোটি মানুষের দেশ একসঙ্গে করোনা যুদ্ধে শামিল আছে। তাঁর কথায়, প্রত্যেক ঘরে যখন প্রদীপ জ্বলবে তখন মানুষ বুঝতে পারবে যে আমাদের সবার লড়াই এক। আমরা কেউ একা নই। তিনি বলেন, ওইদিন ঠিক রাত ৯ টায় ঘরের সব আলো নিভিয়ে ঘরের জানালা বা ব্যালকনিতে মোমবাতি বা দিয়া বা টর্চ জ্বালান। আগামী ৫ এপ্রিল ঠিক রাত ৯ টায় ৯ মিনিট সময় চাইছি। আগামী রবিবার ৫ এপ্রিল করোনার সংকটে মানুষের মহাশক্তির জাগরণ দেখতে চাই। যেসব দরিদ্র মানুষ অন্ধকার ও অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছেন, তাদের আশার আলো দেখাতে হবে। করোনা মহামারীর অন্ধকারের মধ্যে আমাদের প্রত্যেক দিন মুক্তির দিকে যেতে হবে। মনে রাখবেন কেউ একা নয়। জনতা ঈশ্বরেরই রূপ।