কলকাতা দেশ

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রীর, বাহিনী পাঠানোর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় এরাজ্যের উদ্যোগে মুখ্যমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, দেশের অবস্থা এখনও যথেষ্ট গুরুতর। লকডাউন ও তা থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্যের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে ও সমন্বয় রেখে চলতে চায় কেন্দ্র। ভবিষ্যতে কেন্দ্রের গৃহীত পদক্ষেপ নিয়েও মুখ্যমন্ত্রীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশকে করোনার গোষ্ঠী সংক্রমণ থেকে বাঁচাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে ভারত সরকার। কিন্তু তারপরেও নিয়ম না মেনে পথ বেরতো দেখা গেছে  বহু মানুষকে। এবিষয়ে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিলেও, কথা হয়েছে দু’জনের। আর সেখানেই মমতাকে বাহিনী দিয়ে সাহায্যের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।