কলকাতা

কলকাতায় শুরু হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল

আজ থেকে কলকাতায় শুরু হয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। বিকেলে নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার বিশ্ববাংলা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সেই উৎসবের উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “অনাদি কাল থেকে মানুষের মধ্যে অজানার প্রতি একটা ভয় ছিল। আতঙ্ক কাজ করত। কিন্তু তার উৎস সন্ধানে গিয়েই নানা যুগান্তকারী আবিষ্কার হয়েছে।” তাঁর কথায়, “আগে প্রয়োজনের নিরিখে আবিষ্কার হত। আর এখন আবিষ্কার নতুন নতুন প্রয়োজনের জন্ম দিচ্ছে।” এদিন বিশ্ববাংলা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এদিন উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী, তরুণ বিজ্ঞানী, গবেষক থেকে বিদেশের অতিথি-সব মিলিয়ে বিজ্ঞানের মহাযজ্ঞ শুরু হয়েছে এদিন। মোদী বলেন, “বিজ্ঞান-প্রযুক্তিতে আমাদের গৌরবজ্জ্বল অতীত রয়েছে। বর্তমানেও বহু প্রতিভার বিকাশ হচ্ছে। ভবিষ্যতে তা যাতে আরও বাড়ে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”