আজ সকালে ৭টা ৪৫ মিনিট নাগাদ কাবুলের শোর বাজারের গুরুদুয়ারায় বন্দুকধারীরা হামলা চালায়। এই ঘটনায় ১১ জনের মৃত হয়েছে এবং জখম হয়েছে ১০। ভিতরে ২০০ জনের বেশি আটকে পড়েন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যায়। বন্দুকধারী ও নিরাপত্তাবাহনীর মধ্যে গুলির লড়াই চলছে। সূত্রে খবর, কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।