আজ কালীপুজো। কালীপুজোয় রঙিন আলোয় সেজে উঠেছে দক্ষিণেশ্বর, কঙ্কালীতলা, তারাপীঠ থেকে বিভিন্ন মন্দির। সারারাত খোলা থাকবে মন্দির। দীপান্বিতা অমাবস্যার বিশেষ তিথিতে পুজো দিতে কামাখ্যা, কঙ্কালীতলা সহ বিভিন্ন সতীপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে কামাখ্যা মন্দিরে। তারাপীঠেও বিশেষ পুজোর আয়োজন করা হয়।দক্ষিণেশ্বরে শ্রীশ্রীরামকৃষ্ণের দেখানো পথেই পুজো পান মা ভবতারিণী ঠাকুর। মায়ের ভোগ অতি সাধারণ। ভোগে নিবেদন করা হয় সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচ রকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে এখানে কারণবারির (মদ) বদলে ডাবের জল দিয়েই মায়ের পুজো হয়। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাড়িতে কালীপুজোয় মেতে উঠেছেন