দেশ

কাশ্মীরে প্রশাসনিক ভবনে গ্রেনেড হামলায় বিস্ফোরণ

শ্রীনগর: পর্যটকদের জন্য খুলে দেওয়া হতেই বিস্ফোরণ ঘটল কাশ্মীরে। তাও আবার এক সরকারি কার্যালয়ের সদর দফতরে।শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে কাশ্মীরের অনন্তনাগ জেলায়। ওই জেলার ডেপুটি কমিশনারের সদর দফতরে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা।জেলা স্তরের প্রশাসনিক ভবনের বাইরে সাধারণত বেশ জনসমাগম হয়ে থাকে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। জনবহুল জেলার ডেপুটি কমিশনারের কার্যালয়কেই সেই কারণে বেছে নিয়েছিল জঙ্গিরা।এদিন সকালের দিকে ভিড়পূর্ণ সেই প্রশাসনিক কার্যালয়ের সামনেই গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। ওই কার্যালয়ের সামনে উপস্থিত বহু মানুষ সেই ঘটনায় জখম হয়েছে। অনন্তনাগ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গ্রেনেড হামলায় ১০ জন জখম হয়েছেন। যাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।সমগ্র এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। যদিও এদিন বিকেল পর্যন্ত ওই ঘটনায় জড়িত কোনও ব্যক্তি বা জঙ্গিকে পাকরাও করতে পারেনি সেনা বা পুলিশের জওয়ানেরা। স্থানীয়দের সাহায্যেই এই হামলা চালানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।গত অগস্ট মাসের পাঁচ তারিখে কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সরিয়ে নিয়েছে ভারত সরকার। তারপর ওই রাজ্যে নানা ধরণের বিধিনিষেধ জারি ছিল। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অনেক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের জন্যেও খুলে দেওয়া হয়েছে কাশ্মীরকে। আর সেই ঘটনার দুই দিনের মাথায় ঘটল বিস্ফোরণ। খুব স্বাভাবিকভাবেই যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা।পাহাড় এবং জঙ্গল ঘেরা অনন্তনাগ জেলা বরাবরই জঙ্গিদের আনাগোনার জন্য বিশেষ প্রসিদ্ধ। এলওসি লাগোয়া এই জেলায় বিভিন্ন সময়েই জঙ্গিদের সঙ্গে পুলিশ বা সেনা জওয়ানদের এনকাউন্টারের খবর শোনা যেতো। গত দুই মাস ধরে তা দেখা যায়নি। দিল্লির কড়া সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও চাপে পড়েছিল জঙ্গিবাহিনী।তবে শনিবারের ঘটনা ফের বুঝিয়ে দিল যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জঙ্গিরা।