কলকাতা জেলা

কী কারণে এই ফল বুঝতে পারছি নাঃ দিলীপ ঘোষ

তিন বিধানসভা উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি ৷ নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, এরকম ফলাফলের কারণ তাঁরা পর্যালোচনা করবেন ৷ দিলীপ ঘোষ বলেন, “কী কারণে এমন ফলাফল তা এখনই বুঝতে পারছি না ৷ পর্যালোচনা দরকার ৷ তবে ফলাফল খারাপ হয়েছে এটা ঘটনা ৷ আমাদের সংগঠন চাঙ্গা রয়েছে ৷ সেভাবেই সংগঠনকে প্রস্তুত করেছি ৷ এখন আমাদের পার্টির নির্বাচন প্রক্রিয়া চলছে ৷ অনেক নতুন নতুন মুখ আসবে ৷ নতুন উৎসাহে তাঁরা কাজ করবেন ৷” নির্বাচনের দিন পর্যন্ত খড়গপুরে ঘাঁটি গেড়ে থাকা দিলীপ ঘোষকে ফল ঘোষণার দিন পাওয়া যায়নি খড়গপুরে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্টই বলছেন এই ফলের জেরে ঘরে বাইরে চাপে মুখে পড়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, রাজ্য বিজেপির সদর দপ্তর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মুরলীধর সেন লেনে শুনশান বিজেপির সদর দপ্তর। অন্যান্য দিন যেমন সেখানে সকাল থেকেই বিজেপির দলীয় কর্মীদের দেখা পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল থেকেই ফাঁকা রাজ্য বিজেপির অফিস। অফিসের বাইরে রাখা বেঞ্চে বসে আড্ডা দেন নেতাকর্মীরা। আজ তাঁদের টিকিও খুঁজে পাওয়া গেল না।