কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেছিলেন আইএএস পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী শাহ ফয়জল। ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে সরব হওয়ায় এই মুহূর্তে উপত্যকায় গৃহবন্দি তিনি। এ বার তাঁর দেখানো পথেই হাঁটলেন কেরলের আইএএস অফিসার কান্নান গোপীনাথন। সরকারি পদে থেকে সরকারের বিরোধিতা করা যায় না। আর সেকারণে নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় সরকারের কাশ্মীর সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন দাদরা নগর হাভেলির আইএএস অফিসার কান্নান গোপীনাথন(৩৩)। ইস্তফার যাবতীয কাগজপত্র জমা দিযে কান্নান জানিয়েছেন, মোদি সরকারের এই সিদ্ধান্তে কাশ্মীরের বাসিন্দাদের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন উপত্যকার বাসিন্দারা। প্রায় এক মাস হতে চলল তাঁরা জরুরি অবস্থা আর করা নজরদারির মধ্যে রয়েছেন। কিন্তু তিনি চাকরি ছাড়লেই কী কাশ্মীরের মানুষদের অবস্থা ফিরবে? এমনটা যে হবে না সেটা তিনি নিজেই বলেছেন। তবে সকলেরই প্রতিবাদের ভাষা ভিন্ন। এই চাকরি ছাড়ার মধ্যেই তিনি তাঁর প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছেন বলে জনিয়েছেন কান্নান। গত ২১ অগস্ট তিনি চাকরি থেকে ইস্তফা দেন। কাশ্মীরের প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জনকে যেভাবে বিমানবন্দরে আটক করে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন কান্নান। তিনি জানিয়েছেন শাহ ফয়জলের ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কাশ্মীরিদের অবস্থা কতটা খারাপ।ব্যক্তিগত ভাবে তিনি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। চাকরি ছেড়ে তিনি সেখানেই পুরো দমে কাজ শুরু করবেন কিনা এখনও জানাননি।