কলকাতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাজেয়াপ্ত ৫২টি গাড়ি

লকডাউন মধ্যেই অনেকে হয়তো উদ্দেশ্যহীন ভাবেই বাইক বা গাড়ি নিয়ে কিংবা পায়ে হেঁটেই ঘুরতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। ফলে লকডাউন অমান্য করায় ধর পাকড় চালিয়ে যাচ্ছে পুলিশ। যেখানে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু জনসাধারণই নন, বাজেয়াপ্ত হয়েছে ৫২টি গাড়িও। এছাড়াও ৫৩ টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।