গাড়ি দুর্ঘটনায় জখম হলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। শনিবার দুপুরে একটি রক্তদান কর্মসূচি শেষ করে আরামবাগের ২৪ নম্বর রুট ধরে গাড়িতে চেপে ফিরছিলেন তিনি। সেই সময় গির্জা তলার কাছে বিপরীত দিক থেকে আশা অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিধায়কের গাড়ির। ঘটনায় বিধায়ক সহ তাঁর ছেলে ও দেহরক্ষীও জখম হন। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।