হেলিকপ্টার ভেঙে মৃত্যু উপকূলরক্ষী বাহিনীর ৩ জওয়ানের ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দর বিমানবন্দরে ৷ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷ পোরবন্দরের এসপি ভগীরথসিং জাদেজা জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) রুটিন মহড়া দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি ৷ এরপর সেটি পোরবন্দর বিমানবন্দরে নামার চেষ্টা করছিল ৷ সেই সময় উপকূলরক্ষী বাহিনীর বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ তখন বেলা ১২.১৫ মিনিট ৷ তাতে আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে ৷ চপারে থাকা তিন কর্মীকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বের করে আনা হয় ৷ প্রথমে তাঁদের চপার থেকে উদ্ধার করে পোরবন্দরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল ৷ হেলিকপ্টারে থাকা তিনজনই গুরুতরভাবে জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের সকলেরই প্রাণ যায়। কমলা বাগ থানার ইনস্পেক্টর রাজেশ কানমাইয়া বলেন, “তাঁদের দু’জনের মৃত্যু হয়েছিল ৷ সেই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ একজন বেঁচে ছিলেন ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷” তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷