আগের ৬টি আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় প্রতিনিধিদলের মতোই শুক্রবার আরও ৫টি দল গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মধ্যে দুটি দল গুজরাত পরিদর্শন করবে। বাকি ৩টি দল তামিলনাড়ু, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে একদিকে যেমন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তেমন মৃত্যুর হারও বেশি। মহারাষ্ট্রের পর গুজরাটের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটে বলা হয়েছে গুজরাটের আমেদাবাদ ও সুরাট, মহারাষ্ট্রের ঠানে, তেলেঙ্গানার হায়দরাবাদ ও তামিলনাড়ুর চেন্নাইয়ে পরিস্থিতি ‘বিশেষভাবে গুরুতর’। এখন গুজরাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮১৫ এবং মৃত্যু হয়েছে ১২৭জনের। সুস্থ হয়েছেন ২৬৫জন।