দেশ

গুয়াহাটির স্থানীয় সংবাদমাধ্যমের অফিসে হামলা চালাল সিআরপিএফ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ‌

নাগরিকত্ব সংশোধনী বিল বিরুদ্ধে প্রতিবাদে অগ্নিগর্ভ অসম, ত্রিপুরা। হাজার হাজার মানুষ নেমে পড়েছেন রাস্তায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নামানো হয়েছিল সিআরপিএফ। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্য করা হয়। বাদ যায়নি সংবাদমাধ্যমও। বৃহস্পতিবার গুয়াহাটির একটি স্থানীয় সংবাদমাধ্যম প্রাগের অফিসে ঢুকে সেখানকার কর্মীদের রীতিমতো মারধর করেন জনাকয়েক সিআরপিএফের জওয়ান। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, হঠাত্‍ই কয়েকজন সিআরপিএফ জওয়ান ওই সংবাদমাধ্যমের অফিসে ঢুকে বাইরে বসে থাকা কর্মীদের ওপর চড়াও হয়। সংবাদমাধ্যমের সম্পাদক অক্ষতা নারায়ণ জানিয়েছেন, ‘‌অফিস চত্বরে ঢুকে দু’‌জন স্পট বয়কে বেধড়ক মারে জওয়ানরা। রিসেপশনে যিনি বসে থাকেন, তাঁকেও হেনস্থা করা হয়। অফিসের কর্মীদের তাড়া করা হয়। তারপর আমাদের হুমকি দিয়ে বেরিয়ে যান তাঁরা।’‌ কেন করা হল এমন আক্রমণ?‌ বলতে পারেননি সংবাদমাধ্যমের সম্পাদক। সাংবাদিকদের নিরাপত্তা কোথায়?‌ প্রশ্ন তুলেছেন তিনি। সারা দেশের জাতীয় সংবাদমাধ্যমগুলিকে আবেদন করেছেন, ‘‌অসম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশে দাঁড়ান।’‌ রাজনৈতিক মহলের দাবি, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতেই হামলা, হুমকি দিতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ‌