দেশ

চতুর্থীতে প্রচুর পরিমাণ বিলেতি মদ সহ আটক ২

ত্রিপুরা: দুর্গোৎসবের প্রাককালে ফের সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। বুধবার সকালে রুটিন তল্লাশি চলাকালীন আমবাসা থেকে শান্তিরবাজারগামী ম্যাক্স গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ সহ দু’জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।ধৃতরা হল গাড়ি চালক রঞ্জিত পাল এবং সুজিত দাস। তাদের দু’জনের বাড়ি সালেমা থানাধীন শান্তিরবাজার এলাকায়। প্রসঙ্গত, রাজ্যে নেশার বিরুদ্ধে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর পুলিশকে ফ্রী হ্যান্ড দেওয়া হয়েছে নেশার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। সেই মোতাবেক পুলিশ রোজ বেআইনী নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তাতে সাফল্যও নেহাত কম নয়। তবে নেশা চোরাচালানের যে চক্রটি রাজ্যে রয়েছে তার সঙ্গে অসমের একটি চক্র সরাসরি যুক্ত। দুই রাজ্যের পুলিশের সমন্বয়ের অভাবে নেশা কারবারীদের বিষদাঁত উপড়ে ফেলা যাচ্ছে না বলে দাবি ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিকের।