জেলা

চারদিন পর নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার

তমলুক: চারদিন পর দেহ ভেসে উঠল নদীতে৷ অবশেষে মহিষাদলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কার্তিক সামন্তের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে দনিপুরে রুপনারায়ন নদের পাড়ে তার দেহ দেখতে পায় স্থানীয়রা।পুলিশকে খবর দেওয়া হলে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পরে বাড়ির লোক দেহটি সনাক্ত করে। ময়নাতদন্তের পরেই দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷হৃদরোগে আক্রান্ত কার্তিক সামন্ত ডাক্তার দেখাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গত ৩০ সেপ্টেম্বর সকালে।মায়াচরে দনিপুর ফেরি সার্ভিস দিয়ে মহিষাদলে আসছিলেন। আর সেই সময় জলপথে ঘটে যায় বিপত্তি। মায়াচর থেকে দনিপুর নদী পার হতে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে নিখোঁজ হয়ে যান বছর ৫৫ কার্তিক সামন্ত। টিভিতে নৌকাডুবির কথা শোনে নিখোঁজ কার্তিকবাবুর ছেলে লালু তখনই আতকে ওঠেন৷এরপরই সঙ্গে সঙ্গে বাবার খোঁজে বেরিয়ে পড়ে ছেলে লালু ও তার আত্মীয় পরিজনেরা। সোমবার সারাদিন ধরে খোঁজ করেও কোনো ফলাফল মেলেনি। পুলিশ প্রশাসনের তরফ থেকে স্পিডবোট নিয়ে ও উপকূল রক্ষীবাহিনীর ওভারক্র্যাফট নিয়ে চালানো হয় বিশেষ তল্লাশি। কিন্তু তাতেও কোনো আশা জাগেনি। দুর্ঘটনার চার দিনের মাথায় পাওয়া গেলে দেহ। পুজোর সময় কার্তিকবাবুর মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।