দেশ

‘ছাত্রদের সঙ্গে রয়েছি’, বার্তা জামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

নয়াদিল্লিঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। জানা যাচ্ছে ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর চোট পেয়েছেন। পড়ুয়াদের অভিযোগ পুলুশি বর্বরতায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন ছাত্রও। এবার এর প্রতিবাদে মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতার। একটি ভিডিও বার্তায় উপাচার্য বলেন, ‘আমি খুব মর্মাহত। যেভাবে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আচরণ করা হয়ছে সেটা আমাকে দুঃখ দিয়েছে। আমি তাঁদের সঙ্গে রয়েছি। আমার ক্ষমতা অনুযায়ী আমি এই বিষয়টি এগিয়ে নিয়ে যাব।’