কলকাতা

ছাত্রভোটের দিন ঘোষণা করল প্রেসিডেন্সি

কলকাতা: শনিবারই ঠিক হয় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফের ছাত্রভোট শুরু হবে। দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজ্যে শেষবার ছাত্রভোট হয়েছিল ২০১৬-১৭ শিক্ষাবর্ষে।এরপর বৃহস্পতিবার প্রায় দু’বছর পর রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করার নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ছাত্র ইউনিয়ন বা কাউন্সিল তৈরির জন্য যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করা হতে পারে বলে জানানো হয়। সোমবার জানানো হয়, আগামী মাসেই প্রেসিডেন্সি কলেজে হতে চলেছে ছাত্রভোট।আগামী ১৪ নভেম্বর প্রেসিডেন্সিতে ছাত্র ভোট রয়েছে। ঠিক হয়, ভোটের দিন ও নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই স্থির করতে বলা হবে। বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়কে পাঠানো বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ছাত্র কাউন্সিল বা ছাত্র ইউনিয়ন, যার ক্ষেত্রে যা মানানসই, সেই পদ্ধতিতে ছাত্রভোট করাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ই ভোটের দিনক্ষণ ঠিক করবে।সেই মতো, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দশদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে ভোটের দিন ঘোষণা করল প্রেসিডেন্সি। ছাত্র সংসদের ৫টি পদের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়। আগামী ১৪ নভেম্বর ভোটের মাধ্যমে পড়ুয়ারা সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সম্পাদক ও ইউনিয়নের কোষাধ্যক্ষ পদে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন।এদিন ভোটের দিন ঘোষণার পর থেকেই ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নজরে পড়ে। কলেজে বহিরাগত ঢোকায় কার্যত নিষেধাজ্ঞা। এমনকি প্রচারেও থাকতে পারবেন না কোনও বহিরাগত, এমনই নিয়ম জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ে।প্রায় আড়াই বছর পর পুনরায় ছাত্রভোটের দামামা বাজায় বেজায় উচ্ছ্বসিত কলেজের পড়ুয়ারা। ছাত্রভোট চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিল টিএমসিপি। এরপর বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট করানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টিএমসিপি ও সমস্ত ছাত্র সংগঠন। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, “প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রভোট হবে। ১৪-১৫ নভেম্বরে ছাত্র সংগঠনের কর্মশালা। ছাত্র সংগঠনের কর্মশালায় থাকবেন মুখ্যমন্ত্রী৷ ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি।”প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এই চারটি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনও কলেজ নেই। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রশ্ন উঠেছিল, বাকি বিশ্ববিদ্যালয় ও তাদের অধীনে থাকা কলেজগুলির ছাত্রভোটের ক্ষেত্রে কি হবে? শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন বাকি বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রভোট হবে আগামীদিনে। এদিন তিনি জানান, এ বিষয়ে পুলিশের সাথে কথা বলা হচ্ছে।নতুন মডেলে ছাত্র সংসদ হবে স্টুডেন্ট কাউন্সিল। ২ বছর অন্তর হবে ছাত্রভোট। ভোটপর্ব চলাকালীন বা প্রচারের সময় রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ব্যবহার নিষিদ্ধ।