আজ, রবিবার স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস। আবার ৪১ তম জাতীয় যুব দিবস। সকাল থেকে বহু মানুষের ভিড় উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির পৈতৃক বাড়িতে। প্রতিবছরের মতো এবছরও সিমলা স্ট্রিটে পৈতৃক বাড়িতে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন সিমলা স্ট্রিটে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এইরকম লোক ভারতবর্ষ কেন, বিশ্বের কোথাও খুঁজে পাইনি। কোনওদিনই পাব না’। পৈতৃক বাড়ির সামনে স্বামীজির প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তিনি। তিনি এও বললেন, ‘স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছেন। তাঁর ভাবনা,চিন্তাধারা অমর এবং অবিনশ্বর’।