কলকাতাঃ অবশেষে ঘরে ফিরলেন জম্মু-কাশ্মীরে কর্মরত ১৩৩ জন রাজ্যের শ্রমিক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই তাঁদের উপত্যকা থেকে ফিরিয়ে আনা হল। গত মঙ্গলবার কাশ্মীরে কর্মরত পাঁচজন বাঙালি শ্রমিক জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সংকটে দিন কাটাচ্ছিলেন সেখানে কর্মরত অন্যান্য শ্রমিকরা। এমনকি তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছিলেন তাঁরা। তারপরই তৎপর হন মুখ্যমন্ত্রী। কাশ্মীর পুলিশের ডিজির সঙ্গে যোগাযোগ করে ১৩৩ জন শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার বন্দোবস্ত শুরু করে দেন তিনি। সোমবার জম্মু তাওয়াই এক্সপ্রেসে তাঁদের কাশ্মীর থেকে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা শ্রমিকদের সঙ্গে কথা বলতে স্টেশনে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যে ফিরে শ্রমিকরা জানিয়েছেন, কাশ্মীরে গিয়ে আর কাজ করবেন না তাঁরা। এই রাজ্যেই তাঁরা কাজের সন্ধান
করবেন। সুস্থ স্বাভাবিকভাবে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিকরা। রাজ্যের ১৩৩ জন শ্রমিক ছাড়াও আসামের পাঁচ জন বাঙালিকে শ্রমিককেও ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছিল একইসঙ্গে। বাংলায় ফিরলেও এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তাঁদের। এদিন কলকাতা স্টেশনে আতঙ্কিত শ্রমিকদের সঙ্গে দেখা করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘নিরাপত্তার কথা ভেবে শ্রমিকদের সুদূর কাশ্মীর থেকে এ রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ব্যবস্থা করা হয়েছে। ওই বাসে করেই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে শ্রমিকদের।’ এদিন স্টেশনে পৌঁছানোর পরেই শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যও বিশেষ গাড়ির ব্যবস্থা করেছিল রাজ্য সরকার।